খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ : মিশরের আকাশ থেকে ৫৫ আরোহীসহ একটি উড়োজাহাজ ছিনতাই করে সাইপ্রাসে নিয়ে যাওয়ার খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
মিশর সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ইজিপ্টএয়ারের আভ্যন্তরীণ রুটের ফ্লাইটটি ছিনতাই হয়।
এ ঘটনার পেছনে অন্তত একজন অস্ত্রধারী ছিনতাইকারী রয়েছে বলে তথ্য পেয়েছেন কায়রোর কর্মকর্তারা।
ইজিপ্টএয়ার জানিয়েছে, ছিনতাই হওয়ার পর তাদের উড়োজাহাজটি সাইপ্রাসের দিকে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।
সাইপ্রাস ব্রডকাস্টিং করপোরেশনের খবরে বলা হয়, লারনাকা বিমানবন্দরে নামা ওই বিমানে ৫৫ জন আরোহী রয়েছেন।