খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ : আট মাস আগে শেরপুরে স্কুলছাত্র আরাফাত ইসলাম রাহাতকে অপহরণের পর মুক্তিপণের জন্য হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
গত বছরের ২ অগাস্ট শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রাহাতকে (৮) অপহরণ করে মুক্তিপণ দাবি করে তার খালু আব্দুল লতিফ ও তার তিন বন্ধু।
এ ঘটনায় ৪ অগাস্ট তিনজনকে আসামি করে মামলা করে শিশুটির বাবা।
অপহরণের ছয় দিন পর নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
লতিফসহ চার আসামি গ্রেপ্তার হওয়ার পর আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
তদন্ত শেষে পুলিশ ২৯ নভেম্বর চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর গত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায় বিচারিক আদালত।
আট কার্য দিবসে মোট ২৭ জনের সাক্ষ্য শোনার পর আদালত এ মামলার রায় ঘোষণা করলো।
রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন ট্রাইব্যুনালের পিপি কিবরিয়া বুলু, সাখাওয়াত উল্লাহ তারা, পঙ্কজ নন্দী। আসামিপক্ষে ছিলেন হাই কোর্টের আইনজীবী আব্দুছ সোবাহান তরফদার, নারায়ণ চন্দ্র হোড় ও আব্দুর রউফ মিয়া।