Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ :  আতঙ্ক কাটিয়ে অবশেষে খুলছে ছন্দে ফিরছে ব্রাসেলস। আত্মঘাতী বিস্ফারণের এক সপ্তাহ পর খুলতে চলেছে ব্রাসেলস বিমানবন্দর। মঙ্গলবার বিমানবন্দরের কর্মীরা সে ব্যাপারে পরীক্ষা চালাবেন। তবে, পুরোপুরি নয়, আপাতত আংশিকভাবে খোলা হবে বিমানবন্দরটি।
বিমানবন্দরের এক্সটারনাল কমিউনিকেশন ম্যানেজার ফ্লোরেন্স মুলস জানিয়েছেন, ৮০০ কর্মী মঙ্গলবার বিমানবন্দরের পরিকাঠামো সহ একাধিক পরীক্ষা চালাবেন। যাত্রীদের চেক-ইন-এর নয়া ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের জন্য বিমানবন্দর খুলে দেওয়ার আগে বেলজিয়াম সরকারকে এই নয়া পদ্ধতির অনুমোদন দিতে হবে বলে জানিয়েছেন ফ্লোরেন্স। তবে, তিনি আরও জানিয়েছেন, এখনি বলা যাবে না ঠিক কবে বিমানবন্দরটি পুরোদমে চালু হবে। গত ২২ মার্চের আত্মঘাতী জঙ্গিহানায় বিমানবন্দরের নির্গমন হলে ব্যাপক ক্ষতি হয়েছিল।
অন্যদিকে, ব্রাসেলসের সাবওয়ে ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন। আহত প্রায় ৩০০।