Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ : কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ‘ধর্ষণ’ ও হত্যার ঘটনা ‘তদন্তে’ ঢাকা থেকে কুমিল্লায় গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তারা কুমিল্লা পৌঁছে পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া জানিয়েছেন।
তিনি বলেন, “তনু হত্যাকাণ্ড তদন্তে ঢাকা থেকে সিআইডির দুটি দল আসার কথা। তাদের মধ্যে একটা দল এসেছে।
“পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর তারা সেনানিবাসের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
এদিকে তনুর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হলেও মঙ্গলবার দুপুরেও সে বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি।
মামলা তদন্তের দায়িত্বে থাকা কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনজুর আলমের আবেদনে সোমবার আদালত ওই নির্দেশ দেওয়ার পর লাশ উত্তোলনের পুরো প্রক্রিয়া তদারকির জন্য সদরের ইউএনও বেগম লুৎফুন্নাহার ও মুরাদনগরের এসিল্যান্ড আলী আজগরকে দায়িত্ব দেন জেলা প্রশাসক।
লাশ উত্তোলনের বিষয়ে জানতে চাইলে সকালে আজগর বলেন, “আমরা অপেক্ষায় আছি। ডিবি পুলিশ বললে আমরা ঘটনাস্থলে যাব।”
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। তখন ময়নাতদন্তের পর তনুকে তার মুরাদনগর উপজেলার মির্জাপুরে দাফন করা হয়।
এই হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেও খুনি শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় গত শুক্রবার তদন্তের দায়িত্ব দেওয়া হয ডিবিকে।
এদিকে তনুর খুনিদের গ্রেপ্তার দাবিতে দুপুরে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।