খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ : ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনী মিছিল শেষে ঘরে ফেরার সময় শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই শিশুর মা রোমেলা খাতুন এ মামলা দায়ের করেন বলে গৌরীপুর থানার ওসি আক্তারুজ্জামান মোর্শেদ জানান।
পুলিশের ভাষ্য, সোমবার রাতে শাহগঞ্জ বাজারে অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী দুলাল ফকিরের নির্বাচনী মিছিলে থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের কর্মী ও সমর্থকরা দশ বছর বয়সী রফিকুলকে (১০) কুপিয়ে জখম করে।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল উপজেলার শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের বাড়ি ওই ইউনিয়নের নাজিরপুর গ্রামে। ৩১ মার্চ এ ইউনিয়নে ভোট হওয়ার কথা।
ওসি আক্তারুজ্জামান বলেন, “শিশুটির মা মামলার এজাহারে অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করেছেন।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রফিকুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।