Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ : চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে সোহেল আহমেদ নামের এক ছাত্র নিহত হয়েছেন। তিনি এমবিএর শিক্ষার্থী ছিলেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নগরের প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ করে রেখেছেন। তাঁরা সেখানে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায়। এ ছাড়া ষোলোশহর ২ নম্বর গেট মোড় ও লালখান বাজার এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে এসব সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।শিক্ষার্থীরা জানান, আগামী ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে অষ্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠান ছিল। এ নিয়ে ছাত্রদের মধ্যে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারপরও আজ বিদায়ী অনুষ্ঠানের মহড়া চলছিল। বেলা ১টার দিকে আচমকা ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া কক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় চারজন গুরুতর আহত হন। এর মধ্যে সোহেল আহমেদকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেলের দায়িত্বরত একজন চিকিৎসক জানান, সোহেলকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। এ ছাড়া আহত অবস্থায় ভর্তি আছেন নোটন শীল, মো. আহাদ ও মো. ইমতিয়াজ নামের তিন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী বলেন, ছাত্রদের দুই গ্রুপের রেষারেষির ঘটনাকে কেন্দ্র করে আজকের এ ঘটনা ঘটে।