Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪, বুধবার, ৩০ মার্চ ২০১৬ : কিশোরগঞ্জের কটিয়াদিতে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে বাবা-মা ও তাদের দেড় বছরের এক মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দড়িচারিয়াকোনায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জনব আলী (৫৫), তার স্ত্রী সালমা (৪৫) ও তাদের দেড় বছরের মেয়ে টিনা। তাদের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
কটিয়াদি থানার ওসি আব্দুস সালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কুমিল্লা থেকে একটি পিকআপ ভ্যানে করে কিশোরগঞ্জ আসছিল ওই পরিবারটি। কটিয়াদির দড়িচারিয়াকোনায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে জনব আলী ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের বাড়ি নারায়নগঞ্জের পাগলা উপজেলার সাইবাজার গ্রামে। তিনি আরও জানান, জনব আলী ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ আহত টিনাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর চালক ও তার সহকারী পালিয়েছে গেছেন। পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।