খোলা বাজার২৪, বুধবার, ৩০ মার্চ ২০১৬ : বিশ্বকাপের সুপার টেন থেকেই দল বিদায় নিলেও ব্যাট হাতে সাব্বির রহমান ও বল হাতে উজ্জল ছিলেন মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপে দুর্দান্ত খেলে তার প্রতিদান পেয়েছেন এই দুই বাংলাদেশি।
মঙ্গলবার আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটসম্যান ও বোলাদের র্যাংকিংয়ে অগ্রগতি হয়েছে সাব্বির ও মুস্তাফিজের। বিশ্বকাপে সাত ম্যাচে ২৪.৫০ গড়ে ও ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১৪৭ রান করেন সাব্বির। এর ফলে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ১৬ নম্বরে উঠে এসেছেন সাব্বির। তার রেটিং পয়েন্ট ৬৩২। এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের হয়ে ৫৪৮ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন সাকিব। আর ৫০৮ পয়েন্ট নিয়ে তামিম ইকবাল ৩৫, ৪২৫ পয়েন্টে মাহমুদুল্লাহ রিয়াদ ৬১ নম্বর অবস্থানে আছেন। ৩৭৫ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিকুর রহিমের অবস্থান ৭৩তম।
অন্যদিকে আট ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন ২০ বছর বয়সী ‘কাটার মাষ্টার’ খ্যাত তরুণ পেসার মুস্তাফিজ। চোটের জন্য বাংলাদেশের সর্বশেষ নয় ম্যাচের ছয়টিতেই খেলা হয়নি তার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাত ম্যাচের তিনটিতে খেলার সুযোগ মিললে ৯.৫৫ গড়ে নয় উইকেট নেন মুস্তাফিজ। টুর্নামেন্টে তার সেরা বোলিং ফিগার ২২ রানে ৫ উইকেট। মুস্তাফিজের পাশাপাশি ৬৩১ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সাকিব আল হাসান ও ৬১২ পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে আছেন পেসার আল-আমিন হোসেন। অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার অবস্থান ৪০, তার রেটিং পয়েন্ট ৫৩১।
এদিকে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। এর পরেই আছেন সাকিব আল হাসান (৩৪৬)। ব্যাটসম্যানদের তালিকায় অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চকে সরিয়ে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
এছাড়া বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ স্থান হারিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার জায়গায় শীর্ষে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। শীর্ষে থাকা অশ্বিন নেমে গেছেন তিন নম্বরে।