খোলা বাজার২৪, বুধবার, ৩০ মার্চ ২০১৬ : সিংহ যখন হিংস্র হয়ে যায় তখন তাকে শান্ত করা অনেক কষ্টের। খাঁচার মাঝে থেকেও তাদের নিকট মানুষ কখনও নিরাপদ নয়। এবারও এক খাঁচায় এমনটি দেখা গেল।
এতো হিংস্র এই প্রাণীর সাথে যখন সারাক্ষণ উঠাবসা চলে তখন মনের পরিস্থিতি কেমন হতে পারে? কার্ল বভার্ট নামের একজন ব্যক্তি ৬টি বাঘ ও ২টি সিংহের সাথে একত্রে বসবাস করেন। তার চলাচল দেখলে মনে হবে সে বাঘের সাথে নয় যেন বিড়ালের সাথে বসবাস করছেন। তিনি নিজের শিশুর মত এসকল প্রাণীর পালন করেন