খোলা বাজার২৪, বুধবার, ৩০ মার্চ ২০১৬ : চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দু’দল ছাত্রের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নগর ছাত্রলীগ নেতা নাসিম মোহাম্মদ সোহেল নিহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে খুন হন বিবিএ’র ৩১তম ব্যাচের শিক্ষার্থী ও নগর ছাত্রলীগ সদস্য সোহেল। নিহত সোহেল নগরীর চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকার আবু তাহেরের ছেলে। এই ছাত্রলীগ নেতা সোহেল কীভাবে নিহত হন তা সিসি টিভিতে ধরা পড়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, একদল শিক্ষার্থী সোহেলকে ঘেরাও করে ধরে। এরপরে এলাওপাতারি কিলঘুষি মারতে থাকে। সোহেল পড়ে গেলে আবার তাকে মারতে থাকে। উঠে দাঁরিয়ে আত্মরক্ষা করতে গেলে আবার তাকে ঘেরাও করে ধরে মারতে থাকে। এক পর্যায়ে ঘেরাও করে তাকে ছুরিকাঘাত করা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করে আসছে।