খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬:গেল বছর টানা ক্রিকেটের মধ্যেই থাকতে হয়েছে। এ বছরের শুরু থেকেও ব্যস্ত ক্রিকেট সূচির মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একুট ফুসরত মিলেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। যে যার মতো করে পরিকল্পনার আঁটছেন ছুটি কাটানোর। অনেক ইতিমধ্যে ঘুরতে বেড়িয়েও পড়েছেন। কেউ দেশের বাড়িতে কেউবা উড়াল দিয়েছেন বিদেশে।
এই তালিকা থেকে বাদ পড়ছেন না বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। অবকাশ যাপনে তিনিও যাচ্ছেন ভূ-স্বর্গ নামে খ্যাত ভারতের কাশ্মীরে। ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করেছেন। ভিসা পেয়ে গেলেই বাবা-মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে আগামী মাসের ৮-১০ তারিখে কাশ্মীর যাবেন মাশরাফি। এই সফরে পাঁচদিন থাকতে পারেন বাংলাদেশ অধিনায়ক। সফর শেষ করে এসেই ক্রিকেটে মনোযোগ দেবেন মাশরাফি।
আগামী মাসের ১৫ তরিখ থেকে মাঠে গড়ানোর কথা ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচ থেকেই খেলার কথা তার। এরআগে অবশ্য দল ঠিক হবে সবার। ৭ এপ্রিল প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে প্রিমিয়ার লিগের দল গোছানোর কথা রয়েছে। আপাতত ঘরোয়া এই টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত থাকতে হবে মাশরাফিদের। কারণ আগামী চার মাসে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। যদিও আয়োজনের চেষ্টা চলছে। তবে কোনো কিছুই এখনো ঠিক হয়নি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগ বাদ দিলে আগামী কয়েক মাস ছুটির আমেজেই থাকতে পারছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।