খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা কমিয়েছে সরকার। নতুন দামে ৬০ টাকার পরিবর্তে ৪২ টাকায় প্রতি লিটার ফার্নেস অয়েল বিক্রি হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসানুল জব্বার বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, মূল্য মূল্য অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েল দাম ৪২ টাকা, আগের দাম ৬০ টাকা। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ফার্নেস অয়েলের নতুন মূল্য কার্যকর হবে।