খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: সংসদ ও রাষ্ট্রপতির মধ্যে যোগাযোগের ক্ষমতা দিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে রাষ্ট্রীয় দবিশেষ উপদেষ্টাদ করার প্রস্তাব করছে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। দলটির কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি খসড়া বিল সংসদের উচ্চকক্ষে প্রস্তাব করা হবে। খবর এনডিটিভির।
অর্ধ-শতকের বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে নতুন সূর্যের উদয় হয়েছে। সু চির নেতৃত্বাধীন এনএলডির সংসদ সদস্যরা শপথ নেওয়ায় দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নতুন জীবন পাবে বলে আশা করছেন অনেকেই।
গত নভেম্বরে সেনা সমর্থিত দলকে হারিয়ে ব্যাপক ব্যবধানে এনএলডি জয়ী হলেও জান্তা শাসনের অধীনে সংবিধানে কিছু পরিবর্তন আনায় দেশটির প্রেসিডেন্ট হতে পারেননি সু চি।
এনএলডি নেত্রীকে বিশেষ উপদেষ্টা করার এ খসড়া প্রস্তাবে তার নাম উল্লেখ করে বলা হয়েছে, এই পদে থেকে সংসদের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ দিতে পারবেন তিনি। বাজেট সহ যে কোনো প্রয়োজনীয় বিষয়ে আলোচনা সভাও আহ্বান করতে পারবেন সু চি। অন্যান্য রাজনৈতিক ব্যবস্থায় প্রস্তাবিত এই পদে থাকা ব্যক্তি প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেন এবং রাষ্ট্রপতির ন্যায় বিশেষ এই উপদেষ্টা পাঁচ বছরের জন্য নিয়োগ পান।
নির্বাচনের আগে শান্তিতে নোবের জয়ী এই নেত্রী বলেছিলেন, তিনি নির্বাচিত হলে প্রেসিডেন্টের ক্ষমতার ওপরে থেকে দেশ পরিচালনা করবেন। বুধবার তার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু হতিন কিয়াও রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে মিয়ানমারের গণতন্ত্রপন্থী এই নেত্রী দেশটির পররাষ্ট্র, শিক্ষা, বিদ্যুৎ ও রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নেতার কন্যা সু চির দল এনএলডি গত নভেম্বরে অনুুষ্ঠিত কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ নির্বাচনে অংশ নেয়। এতে সংসদের ৮০ শতাংশ আসনে জয় পায় এনএলডি। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সু চির দলে চিকিৎসক, কবিসহ বিভিন্ন পেশার রাজনীতিক থাকলেও সরকার পরিচালনায় সু চিকে পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞ সংসদ সদস্য নেই বললেই চলে। এছাড়া সংসদের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে।