খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: কলকাতার বিবেকানন্দ উড়ালসেতু ভেঙে পড়ার ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে। বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত ১৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, সেতুর ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী কাজ শুরু করেছে।
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ রাজ্য সরকারের মন্ত্রীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে, ঘটনাস্থলে মেয়রকে দেখে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন কলকাতার মেয়র।
রাজ্য সরকারের কেএমডি এই সেতুর তদারকির দায়িত্বে ছিল। গতরাতেই ব্রিজের গণেশ স্টকিজ এলাকার একটি অংশে ঢালাইয়ের কাজ শেষ হয়। সেখান থেকেই দুপুর সাড়ে ১২টার দিকে সেতুটি ভেঙে পড়ে। এদিকে, এখন পর্যন্ত ব্রিজের নিচে চাপা পড়া কোনো বাস, অটোরিকশা উদ্ধার করা সম্ভব হয়নি।