Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬: বিএনপির মহাসচিব হিসেবে নতুন করে দায়িত্ব পাওয়া মির্জা ফখরুল ইসলাম জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি এখন কঠিন এক সংকটের মধ্যে পড়েছে। কারণ সরকারের প্রচ- দমন-উৎপীড়নের মুখে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে কোন কাজই করতে পারছেনা।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে বিএনপির নতুন রাজনৈতিক কৌশল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সকলে লক্ষ্য করলে দেখেবেন আমরা স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। দুর্ভাগ্যজনক ভাবে সেই নির্বাচনগুলো প্রহসনে পরিণত হয়েছে। আর দেখা গেছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিডিয়া বা জনগণ করোরই কোন আগ্রহ নেই। কারণ এটা একটা তামাশাতে রুপান্তরিত হয়েছে। সব কিছুই সরকারি দল নিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সকলের জন্য এই বর্তমান সময়টা কঠিন সময়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দলের চেয়ারপারসন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পূণরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার, সকলের অধিকার ফিরে পাওয়ার।
ফখরুল বলেন, জাতীয় ঐক্য বলতে আমরা বলছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা রয়েছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে অর্থাৎ সকল দেশপ্রেমী শক্তির ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগকে আমরা আলোচনারও আহ্বান করেছি। আলোচনার মাধ্যমে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে চাই।
তিনি আরও বলেন, আমরা কখনই রাস্তার আন্দোলনের কথা বাদ দিয়ে আলোচনার কথা বলিনি। তবে যদি রাস্তার আন্দোলন না করে সরকার বা সরকারি দলের শুভবুদ্ধিও উদয় ঘটানো যায় তাহলে আলোচনার মাধ্যমে আমরা সমস্যা সমাধান করবো। এটা পৃথিবীর বিভিন্ন দেশে অতীতে হয়েছে। আমাদের দেশে এখন যে সংকট রয়েছে সেটা হলো আমাদের দেশে এখন একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন। জনগণের প্রতিনিধিত্বিশীল সরকার দরকার। যেখানে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। আমরা সরকার, জনগণসহ সবাইকে এই সংকটের কথাই বোঝানোর চেষ্টা করছি। এই সংকট সমাধান হলে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে সক্ষম হবে। আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। এবং এক্ষেত্রে আমরা জনগণকে সঙ্গে নিয়ে, অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলোকে সংগঠিত করে আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করবো। বিবিসি বাংলা