খোলা বাজার২৪, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬: সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের নিকট হারের পর বিশ্বকাপ ফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। হাইভোল্টেজ এ ম্যাচে স্বাগতিক ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ০৩ এপ্রিল রোববার কলকাতায় ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ। এদিকে ওয়েস্ট ইন্ডিজের নারী দলও ফাইনালে উঠেছে। ফাইনালে ক্যারিবীয় নারীরা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
কিন্তু এই খেলা শেষ হতে না হতেই আরেক বিপত্তি বাঁধল। মুশফিকের পেজে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘এটাই খুশি। আমি এখন ভালোভাবে ঘুমাতে পারব। উইন্ডিজ তুমি সুন্দর।’
তবে পোস্ট দেয়ার কিছুক্ষণ পরেই তিনি তা ডিলিট করে দেন। কিন্তু, তার এই পোষ্টে ক্ষোভে ফেটে পড়েছে ভারতবাসী।টুইটার, ইন্সটাগ্রাম ও বিভিন্ন মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।