খোলা বাজার২৪,শনিবার, ২ এপ্রিল ২০১৬:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধারের স্থল গতকাল শুক্রবার পরিদর্শন করেছে তদন্তকারী সংস্থা সিআইডি।
তদন্ত-তদারক কর্মকর্তা, বিশেষ পুলিশ সুপার নাজমুল করিমের নেতৃত্বে সিআইডির কুমিল্লা কার্যালয়ের পুরো দল গতকাল সকাল ১০টায় সেনানিবাসে ওই ঘটনাস্থলে যায়। তারা বিকেল চারটা পর্যন্ত সেখানে ছিল।
এ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। গতকাল ঢাকার বাইরে অন্তত চার জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জানতে চাইলে সিআইডির তদন্ত-তদারক কর্মকর্তা নাজমুল করিম বলেন, তাঁরা শুরু থেকেই ছায়া তদন্ত করছিলেন। তদন্তের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর গত বৃহস্পতিবার রাতে আগের তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে মামলার নথিপত্র পান তাঁরা। এরপর গতকাল তাঁরা আবার ঘটনাস্থল পরিদর্শন করেন।কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ ষ ছবি: প্রথম আলো
সিআইডির অপর একটি সূত্র জানায়, তদন্ত-সংশ্লিষ্ট এখানকার কর্মকর্তারা এই মামলা নিয়ে আগামীকাল রোববার ঢাকায় সিআইডির প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে ওই বৈঠকে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশের ঝোপে তনুর লাশ পাওয়া যায়। তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী মো. ইয়ার হোসেন পরে এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের নামে একটি হত্যা মামলা করেন।
শাহবাগে নাগরিক সমাবেশ: রাজধানীর শাহবাগে গতকাল বিকেলে হয় এক নাগরিক সমাবেশ। সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, তনু হত্যার তদন্তে অগ্রগতি হয়নি বরং অগ্রগতি হয়েছে ‘ধামাচাপায়’।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে শাহবাগে ফিরে আসে। সেখানে চার দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। দাবিগুলো হলো অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিদান, হাইকোর্ট প্রণীত ‘যৌন নিপীড়নবিরোধী নীতিমালা’ বাস্তবায়ন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন এবং সব নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
সমাবেশে সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন, ভাস্কর রাশা, শিশু সংগঠক তাহমীন সুলতানা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী, শ্রমিকনেতা রাজেকুজ্জামান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
তনু হত্যার বিচারের দাবিতে শান্তিনগরে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। স্থানীয় কাঁচাবাজারের সামনে নারীনেত্রী শাম্মী আরার সভাপতিত্বে এই সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, যুব ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সভাপতি ত্রিদিব সাহা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
কুমিল্লায় বিক্ষোভ: তনু হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ, সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল কুমিল্লা শহরে বিক্ষোভ মিছিল করেছে সিপিবি ও বাসদ।
মিছিল শেষে শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশ করে দল দুটি। সমাবেশে বক্তারা তদন্তকারী সংস্থাকে না জানিয়ে ঘটনাস্থলের মাটি কেটে নিয়ে যাওয়া ও আলামত নষ্ট করার অভিযোগ এনে এর নিন্দা জানান।
সিপিবির জেলা কমিটির সভাপতি এ বি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, বাসদের চট্টগ্রাম জেলার সমন্বয়ক মহিউদ্দিন, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক পরেশ কর প্রমুখ।
অন্যান্য জেলায়: খুলনায় বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও অন্য শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে ‘তনু আমার বোন, আমার বোন পণ্য নয়’, ‘সমাজকে নিরাপদ করো, মা-বোনকে রক্ষা করো’, এমন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে তনু হত্যার বিচার দাবি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ডে মানববন্ধন আয়োজন করে জেলা ছাত্র ইউনিয়ন। এতে ছতুরা-চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জেলা কমিউনিস্ট পার্টির নেতারা অংশ নেন।
সাতক্ষীরার শ্যামনগরে সকালে প্রতিবাদী সমাবেশ, শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও বিজি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কর্মসূচিতে স্থানীয় লোকজনসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।
সাংস্কৃতিক কর্মীদের কর্মসূচি ঘোষণা: তনু হত্যার বিচারের দাবিতে ৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমায়েত হবেন সাংস্কৃতিক কর্মীরা। এরপর বিক্ষোভ সমাবেশ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাবেন তাঁরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এ কর্মসূচির কথা জানান।