খোলা বাজার২৪, শনিবার, ২ এপ্রিল ২০১৬: বল হাতে গতির ঝড় তুলে যখন প্রশংসা কুড়াচ্ছিলেন ঠিক তখনই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হলেন জাতীয় দলের এই পেসার। তাই সবকিছু ভুলে ভালো সময় কাটাতে শ্রীলঙ্কায় অবসর কাটাচ্ছেন তাসকিন।
শ্রীলঙ্কাতে শুধু দর্শনীয় জায়গাতেই ঘোরেননি তিনি। পাশাপাশি চলে যান শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার দাসুন শানাকার বাড়িতেও। শানাকার নিগোম্বোর বাড়িতে আড্ডা, খাওয়া-দাওয়া, ছবি তোলা সহ দিনটি বেশ ভালোই কাটে এই দু’জনের।
লঙ্কান ক্রিকেটার শানাকা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে তাসকিনের সাথে তোলা একটি ছবি আপলোড করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ (বৃহস্পতিবার) তাসকিন আমার বাসায় এসেছিল। তাসকিনের সাথে আমি ও আমার পরিবার দারুণ সময় কাটিয়েছি। তাসকিন, আমার ভাইয়ের মত। আমি আমার ভাইয়ের সর্বাঙ্গীণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’