খোলা বাজার২৪, শনিবার, ২ এপ্রিল ২০১৬: দুদিন আগে উত্তর কলকাতার বড় বাজার অঞ্চলের জোড়াসাঁকো এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙ্গে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এ ঘটনায় শোকাহত পুরো কলকাতার মানুষ। আকস্মিক এ দুর্ঘটনার জন্য নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী পড়ে মাঠে নামবেন। শুধু পুরুষদের নয় একই দিনে নারীদের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে মোট চারটি দলই কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) প্রধান সৌরভ গাঙ্গুলি দলগুলোর খেলোয়াড়দেরকে কালো বাহুবন্ধনী পড়তে অনুরোধ জানান। তার অনুরোধের পর খেলোয়াড়রাও কালো বাহুবন্ধনী পড়তে সম্মত হয়েছেন। এছাড়াও বিসিসিআই’র প্রয়াত সভাপতি জাগমোহন ডালমিয়ার স্মরণে পাঁচ মিনিটের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
রোববার কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির লড়াইয়ে ইংল্যান্ডের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও নারীদের ফাইনালেও খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে তাদের প্রতিপক্ষ টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।