Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, শনিবার, ২ এপ্রিল ২০১৬: দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ আরো দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন যশোরের ইকবাল হোসেন (২৮) এবং মাদারীপুরের হাসান বেপারী ।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ইকবাল যশোর সদরের টেকহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে। অপরদিকে হাসান মাদারীপুর সদর উপজেলা হুমলী গ্রামের বাহাদুর বেপারীর ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইকবালের স্ত্রী মৌসুমী জানান, গত ২৮ মার্চ রাতে যশোরের টেকহাটি গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইকবাল একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সানোয়ার হোসেন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী পরাজিত হন। এ নিয়ে গত শুক্রবার দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে হাসান বেপারী গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান হাসান।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।