খোলা বাজার২৪, শনিবার, ২ এপ্রিল ২০১৬: আফ্রিকার দেশ সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের এক শীর্ষস্থানীয় নেতা মারা গেছেন বলে দাবি করেছে পেন্টাগন। এক বিবৃতিতে পেন্টাগন কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছরেরও বেশি সময় আগে হাসান আলি দুরি নামের ওই নেতার নেতৃত্বে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি বড় হামলা পরিচালিত হয়।
এসব হামলায় ৩০ জনেরও বেশি মানুষ মারা যান, যার মধ্যে অন্তত তিনজন মার্কিন নাগরিক ছিলেন। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানিয়েছেন, বৃহস্পতিবার এ হামলা পরিচালিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অপর এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় জিলিব এলাকার ২০ মাইল দক্ষিণে কেনিয়ার সঙ্গে সীমান্তের কাছে এ হামলা পরিচালিত হয়। এতে হাসান আলি দুরিসহ আরো দুই আল শাবাব জঙ্গির মৃত্যু হয়েছে।