Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সোমবার এ কর্মসূচি পালন করা হবে।
১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিলের পর বিএনপির প্রথম রাজনৈতিক কর্মসূচি হতে যাচ্ছে এই বিক্ষোভ সমাবেশ।
গতবছরের ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের মামলায় বুধবার খালেদাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
তাদেরকে গ্রেপ্তার করা গেল কি না- তা পুলিশকে ২৭ এপ্রিল জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
“সরকারের এই ঘৃণ্য উদ্যোগের বিরুদ্ধে, বিরোধী দল ও দলের চেয়ারপারসনকে পর্যদুস্ত করার বিরুদ্ধে বিএনপি সোমবার সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ পালন করবে।”
এসময় কর্মসূচি সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক নাশকতার মামলা দিয়ে তাদেরকে গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া করছে। তারা বাংলাদেশের জাতীয় নেতাদের বিরুদ্ধেও মামলা দিয়ে যাচ্ছে।
“উদ্দেশ্য একটাই- এভাবে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সরকার বিএনপিকে বিশ্বব্যাপী পরিচিত করতে চেয়েছে, এটি একটি নাশকতার দল।”
তবে এজন্য সরকার যেসব ‘প্রচেষ্টা, উদ্যোগ ও মহাপরিকল্পনা নিয়েছিল’ তা ‘ব্যর্থ হয়েছে’ বলেও দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী।
“যে দল তিনবার রাষ্ট্র পরিচালনা করে, যে দল গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, যে দল খবরের কাগজ পড়ার স্বাধীনতা দিয়েছে, মানুষের জীবন-যাপন করার স্বাধীনতা দিয়েছে, সেই দল গণতন্ত্রবিনাশী কাজ করবে, মানবতাবিরোধী কাজ করতে পারে- এদেশের মানুষ তা বিশ্বাস করে না।”
হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সরকার অনুমতি দিচ্ছে না বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রিজভী।
“শুধু কথা বলার কারণে সরকার এম কে আনোয়ারের মতো একজন গুণীজন বিজ্ঞজনকে মাসের পর মাস জেলে ফেলে রেখেছিল। তার চিকিৎসা হয়নি।
“আমি গতকাল হলি ফ্যামিলি হাসপাতালে এম কে আনোয়ারকে দেখে আসলাম- তিনি হাসপাতালে কাতরাচ্ছেন। বিদেশে তিনি চিকিৎসা করতে যাবেন এইটুকুর অনুমতি মিলছে না।”
কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষের অনুমতি থাকলেও শনিবার সেখানকার মিলনায়তনে বিএনপি সমর্থিত সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এ্যাব এর আলোচনা অনুষ্ঠান পুলিশ করতে দেয়নি অভিযোগ করে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জানান রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আবুল খায়ের ভুঁইয়া, ওয়াদুদ ভুঁইয়া, শিরিন সুলতানা, হাবিবুল ইসলাম হাবিব, হাসান জাফির তুহিন উপস্থিত ছিলেন।