Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51 খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: ব্যাংকিং কমিশন আপাতত গঠন করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রবিবার সচিবালয়ে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। উল্লেখ্য, সার্বিকভাবে ব্যাংকিং খাতের সংস্কার ও উন্নয়নে চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় একটি ব্যাংকিং কমিশন গঠনের কথা বলা হয়েছিল। মতবিনিময় সভায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং কমিশন করার এখন কোনো ইচ্ছা নেই আমার।
এর কারণ হিসেবে তিনি বলেন, বিশেষ করে ব্যাংকিং খাতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেখানে যেসব ইনকোয়ারি হচ্ছে, সেগুলো লিমিটেড ইনকোয়ারি। এটার ফল দেখা দরকার। তারপর ঠিক করা যাবে- ব্যাংকিং কমিশন করার প্রয়োজন কি আছে বা থাকলে কীভাবে সেটাকে কাস্ট করা যায়। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, অনেক হইচই করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট (এফআরএ)-টা পাস করলাম। কিন্তু এখন পর্যন্ত এফআরএ কাউন্সিল গঠন করা সম্ভব হয়নি। আশা করছি, আগামী বছর এটা বাস্তবায়িত হবে।