Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: অবকাঠামো উন্নয়ন বিশেষ করে যোগাযোগ খাতের বড় প্রকল্পকে ফোকাস করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) চলতি ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) কাল অনুমোদন দেবে। মূলত প্রকল্প বাস্তবায়নের ধীর গতি বিবেচনায় নিয়ে সরকার মূল এডিপি থেকে ৯ শতাংশ কাটছাট করেছে। এবারের বাজেটে মূল এডিপির আকার ৯৭ হাজার কোটি টাকা। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কাল এনইসির সভা অনুষ্ঠিত হবে।
এতে পরিকল্পনা মন্ত্রণালয় ৮৮ হাজার কোটি টাকার আরএডিপি অনুমোদের জন্য উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়,পরিকল্পনা কমিশন রাষ্ট্রীয় কোষাগার ও উন্নয়ন সহযোগীদের ঋণবাবদ-এই দুই খাত থেকেই টাকা কাটছাঁট করে চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার ৮৮ হাজার কোটি টাকা ঠিক করেছে। এর মধ্যে সরকারি কোষাগার থেকে ৫৯ হাজার ৪০ কোটি এবং উন্নয়ন সহযোগীদের ঋণ থেকে ২৮ হাজার ৯৬০ কোটি টাকা দেওয়া হয়। মূল এডিপি থেকে কমানো হয়েছে ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে কমানো হয়েছে ৩ হাজার ৪৬০ কোটি টাকা। আর উন্নয়ন সহযোগীদের ঋণ থেকে কমানো হয়েছে ৫ হাজার ৫৪০ কোটি টাকা।
এবার মূল এডিপিতে পরিবহণ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে।এর পরিমাণ ১৬ হাজার ৬৩৯ কোটি টাকা। বাস্তবায়ন,পরিবীক্ষণও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্র“য়ারি) মুল এডিপির ৩৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এর পেছনে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৭৪ কোটি টাকা। – বাসস।