Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে নিম্ন আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সরেজমিনে দেখা গেছে, ঢাকা মহানগর দায়রা জজ আদলতের সামনে-পেছনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া শাঁখারি বাজার মোড় থেকে রায়সাহেব বাজার মোড় হয়ে ইংলিশ রোডের মোড় পর্যন্ত অতিরিক্ত কয়েক প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ওই এলাকার উঁচু ভবনগুলোতেও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদেরও আদালত প্রাঙ্গণের আশপাশে টহল দিতে দেখা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি লালবাগ) মফিজ উদ্দিন আহমেদ জানান, খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, হত্যা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।