খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যবসায়ী কাম সিন অং জানিয়েছেন, আরো ৯৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফিরিয়ে দেবেন।
ফিলিপাইনে সিনেট কমিটির চতুর্থ দিনের শুনানিতে হাজির হয়ে কিম অং বলেছেন, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এই পরিমাণ অর্থ তিনি সিনেট কমিটির কাছে জমা দেবেন। এই অর্থ তিনি নগদ পরিশোধ করবেন বলে জানান। এর আগে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের সচিবালয়ে গিয়ে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন মি. অং।
ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার এর অনলাইন সংস্করণে জানা যাচ্ছে, সকালে সিনেটের ব্লু রিবন কমিটির এই শুনানি শুরু হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার অর্থ দুইজন চীনা ব্যক্তির হাত ধরে ফিলিপাইনের আর্থিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করে বলে সিনেট কমিটির গত শুনানিতে জানিয়েছিলেন, অং। আজকের শুনানিতে তাদের নাম জানান তিনি। সূত্র: বিবিসি