Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: ধনী হতে কে না চায়। কিন্তু সবাই ধনী হতে জানে না। কেউ কেউ কপালকে দোষ দেন। কপালের দোষ না দিয়ে বরং দেখে নেওয়া উচিত কী কী কারণে আপনি চাইলেও ধনী হতে পারেন না।

ধনী হতে গেলে আপনাকে আপনার চরিত্রে কিছু পরিবর্তন আনতে হবে। নিজেকে বদলাতে পারলে কোনও কিছুরই পরিবর্তন হয় না।

১.নিজে নিজের বস হন: আপনার চাহিদা মতো বেতন দেবে, এমন প্রতিষ্ঠান সব সময়ে চাইলেই পাওয়া যায় না। তাই চাকরি করে খুব কম লোকের পক্ষেই লাখপতি কিংবা কোটিপতি হওয়া সম্ভব। তাই চাকরির পাশাপাশি অন্য কিছু দরকার। অনেকেই চাকরির সঙ্গে নিজস্ব ব্যবসা করেন। সেটা অনেক বড় কিছু না হলেও নিজের।

২.ঝুঁকি এড়িয়ে গেলে চলবে না: চাকরি কিংবা ব্যবসা। যাঁরা ঝুঁকি নেন না, তাঁরা ধনী হতেও পারেন না। ঝুঁকি নেওয়া মানে জুয়া খেলা নয়। ঝুঁকি নেওয়া মানে সঠিক বিনিয়োগ করা। সঠিক সময়ে চাকরি বদল করাটাও জরুরি।

৩. খরচ করার আগে ভাবেন না: কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। খরচ করে ফেলার পরে খরচ হয়ে গেল বলে কপাল চাপড়ে কোনও লাভ নেই। কোন খরচটা দরকারি আগে ভাবুন। সঞ্চয় করতে শিখুন।

৪.আপনি বয়সে তরুণ, সাধ আছে কিন্তু পরিশ্রম নেই: দিনের একটা বড় সময় আড্ডা দিয়ে বা টিভি দেখে নষ্ট না করে নতুন কিছু ভাবুন। সেই সময়টা উপার্জনের জন্য দিন। মনে রাখবেন, সফল মানুষের ক্ষেত্রেও ২৪ ঘণ্টাতেই একটা দিন। ব্যস্ততার অজুহাত দেবেন না।

৫.সঠিক সময়ে সঠিক কাজ করেন না: আপনি অনেক কিছুই করবেন বলে ভাবেন। কিন্তু কাজের বেলায় কিছুই করে উঠতে পারেন না। পরিকল্পনা ও বুদ্ধিকে কাজে লাগান। অপরে সফল হয়েছে দেখে নিজেকে দোষ দিলে ধনী হওয়া যায় না।