Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬: কেন্দ্রীয় ব্যাংকে পরিচালনা পর্ষদের সভা আজ বুধবার। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে ফজলে কবির নিযুক্ত হওয়ার পরে প্রথম পরিচালনা পর্ষদের এ বৈঠক করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, আজকের সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দেবেন অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান ও জামালউদ্দিন আহমেদ এবং বি আইডিএস-এর গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান।
ব্যাংক সূত্রে জানা যায়, পর্ষদ সভার আলোচনায় বেশি গুরুত্ব রিজার্ভ লুটের বিষয়টি। সরকারি তদন্ত কমিটির অগ্রগতি ও মামলার তদন্তকারি সংস্থা সিআইডির অনুসন্ধান নিয়ে। আলোচ্যসূচিতে শুন্য হওয়া দুই ডেপুটি গভর্নর নিয়োগের বিষয়টিও রয়েছে।
নতুন গভর্নর, দুই পরিচালক ও রিজার্ভের অর্থ লুটের ঘটনা প্রকাশ হওয়ার পর এটিই পর্ষদের প্রথম সভা।