খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬ তিন বছরের শিশুটি মাঠে খেলছিল। ওই মাঠে আবার নির্মাণকাজও চলছিল। হঠাৎই গর্তে পড়ে যায় শিশুটি। গর্তটি ৯০ মিটার বা ২৯৫ দশমিক দুই ফুট গভীর। গত ৩১ মার্চ চীনের শ্যানডং প্রদেশে ওয়েফিং শহরে এ ঘটনা ঘটে।
চীনের গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুই ঘণ্টা কাজ করার পর শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
গর্তে বাতি আর দড়ি ফেলে শিশুটিকে বিভিন্ন নির্দেশনা দেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা ওই গর্তের পাশে বড় কূপও খনন করার চেষ্টা করছিলেন।
তবে শিশুটি যথাযথ সাড়া দেয়। দুই ঘণ্টা চেষ্টার পর দড়ি বাঁধা শিশুটিকে ওপরে টেনে তোলা হয়। স্থানীয় চিকিৎসকরা শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে।