খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬ কঙ্গোর রাজধানীতে সরকারি বাহিনী ও সন্দেহভাজন বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় একটি ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়। মঙ্গলবার দেশটির সরকার একথা জানায়। এই ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার নগরীর দক্ষিণে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়। সরকারের মুখপাত্র থিরে মাউঙ্গালা টুইটারে বলেন, ৬টি থানা, একটি টাউন হল ও দুটি শুল্ক চেকপয়েন্টে আগুন ধরিয়ে দেয়া হয়। ব্রাজাভিলের দক্ষিণাঞ্চলীয় মাকেলেকেলে ও মায়ানা অঞ্চলে ভোরের আগে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়।
এ সময় আতংকিত কয়েক হাজার বাসিন্দা ওই অঞ্চল থেকে পালিয়ে যায়। সরকারের মুখপাত্র থিরে মাউঙ্গালা টুইটারে বলেন, ‘এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য, দুই বেসামরিক লোক ও ১২ হামলাকারী নিহত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এই হামলায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য ও বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছে।’ থিরে বলেন, ‘হামলা চলাকালে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৫০ জন সাবেক মিলিশিয়া সদস্যকে গ্রেফতার করেছে। এরাই এই হামলা চালিয়েছে।’ সরকার এই হামলার জন্য ভেঙ্গে যাওয়া ‘নিনজা’ এনসিলূলোউ মিলিশিয়াকে দায়ি করেছে।
১৯৯০ এর দশকে দুটি গৃহযুদ্ধে এরা লড়াই করে। গত মাসে গোলযোগপূর্ণ নির্বাচনের পর সংঘর্ষের ঘটনাটি ঘটল। নিনজার প্রধান নেতার নাম ফ্রেড্রিক বিন্টাসামউ। তিনি একজন প্রটেস্ট্যান্ট ধর্মপ্রচারক। তিনি প্যাস্টর এনতুমি নামেও পরিচিত। তিনি সম্প্রতি বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী গুই-ব্রিসে প্র্যাফেইট কোলেলাসের পক্ষে যোগ দেন। ২০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে গুই বিজয়ী প্রেসিডেন্টের নিকটতম প্রতিদ্বন্দ্বী