Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: টাঙ্গাইল সদরে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে দুইজন নিহত হয়েছেন, যারা চরমপন্থি দলের সদস্য বলে পুলিশের ভাষ্য।
বুধবার রাত ১টার দিকে উপজেলার যুগনী হাটখোলা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান।
র‌্যাব ও পুলিশের দাবি, নিহত ফজলু চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ও উজ্জ্বল তার সহযোগী।
এএসপি মহিউদ্দিন বলেন, “রাতে যুগনী হাটখোলা এলাকায় অস্ত্র উদ্ধারে যায় র‌্যাবের একটি দল। এ সময় চরমপন্থিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এরপর চরমপন্থিরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”
তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে এই র‌্যাব কর্মকর্তার ভাষ্য।
তিনি বলছেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোলাগুলির এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন; তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফজলুর বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি মো. নাজমুল হক ভূইয়া জানিয়েছেন।