Tue. Mar 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: ঢাকার মিরপুর রূপনগর এলাকায় ‘মুখোশধারী দুর্বৃত্তের’ ছোড়া এসিডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার ভোরের দিকে ওই ঘটনার পর তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।
দগ্ধ চারজন হলেন- সুরুজ আলম খান (৩৫), মাহফুজা আক্তার সুবর্ণা (২৮), তাদের সন্তান সানজিদা সুলতানা রিমা (৯) ও সুবর্ণার বোন নিলুফার (৩২)।
সুরুজের ডান হাতে, সুবর্ণার শরীরের বিভিন্ন অংশ, রিমার ডান হাতে ও নিলুফারের ডান হাত এসিডে ঝলসে গেছে।
পরিদর্শক মোজাম্মেল বলেন, রূপনগর ১৩ নম্বর রোডের একটি টিনশেড বাড়িতে ওই পরিবারের বসবাস। সুবর্ণা একটি পোশাক কারখানায় কাজ করেন।
“সুবর্ণা বলছেন, ভোরে দরজা খোলা থাকায় দুজন মুখোশধারী ঘরে ঢুকে এসিড ছুড়ে পালিয়ে যায়।”
মোজাম্মেল বলেন, পারিবারিক কলহের জেরে সুরুজই লোক দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
সুবর্ণার অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে প্রাথমিক চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।