Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20160406_182729_resizedখােলা বাজার২৪, বৃহস্পতবিার, ৭ এপ্রলি ২০১৬: বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত স্টাফ করসপন্ডেন্ট আফজাল হোসাইনের পায়ে গুলি করে তাকে পঙ্গুত্বের মুখে ঠেলে দেয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন বিএফইউজে নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশ কি কারণে টার্গেট করে তার পায়ে গুলি করলো তা জানার অধিকার রয়েছে সাংবাদিক সমাজের। সাংবাদিকদের মধ্যে ভীতি ছড়ানোর জন্যই পরিকল্পিতভাবে আফজালকে গুলি করা হয়েছে বলে আমরা মনে করি।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় গত ৩১ মার্চ ভোলা সদর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রাকাশ্যে সিল মারার ঘটনা ভিডিও করার পর কেন্দ্রের সামনে পুলিশের এক কনস্টবল এনটিভি সাংবাদিক আফজাল হোসেনকে লক্ষ্য করে খুব কাছে থেকে শর্টগানের গুলি ছুঁড়ে। আফজালের বাম পার একাংশ ৮টি গুলিতে ঝাজরা হয়ে যায়। গরুতর আহত আফজালকে প্রথমে ভোলা হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। আফজাল পঙ্গুত্বের ঝুঁকি নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন। বুধবার তাকে দেখার জন্য হাসপাতালে যান বাংলাদেশ ফেডারেল সাংাবদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ ও জাতীয় প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। আফজাল জানান, গুলির ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তাকে হুমকি দেয়া হচ্ছে ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।