Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আঞ্জু মিয়া হত্যার নয় বছর পর পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা ৪টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের আব্দুর রহিম (৩০), এরশাদ মিয়া (৩৫), জুলহাস মিয়া (৩২), এমরান মিয়া (২৮) ও মহরম আলী (৪৮)।
এদের মধ্যে এরশাদ আলী, এমরান মিয়া ও জুলহাস মিয়া পলাতক রয়েছেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার নথির বরাত দিয়ে পিপি খায়রুল কবির রুমেন জানান, ২০০৬ সালের ১৫ নভেম্বর পারিবারিক বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করা হয় সুন্দরপাহাড়ি গ্রামের আঞ্জু মিয়াকে। এ ঘটনায় নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে আব্দুর রহিম, এরশাদ মিয়া, জুলহাস মিয়া, এমরান মিয়া ও মহরম আলীসহ ১০ জনকে আসামি করে মামলা করেন।