Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: কোনো অনুষ্ঠান আছে? কিংবা প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? এসব উপলক্ষে আপনার নিখুঁত সাজসজ্জা দরকার। সেলিব্রিটি মেকআপ সব সময় সবার কাছেই রহস্যময়। তাদের অনুকরণ করতে চান সবাই। এখানে সেলিব্রিটি মেকআপ বিশেষজ্ঞ আসমিন মুঞ্জাল দিয়েছেন তারকাদের মেকআপ টিপস।
১. চোখের নিখুঁত আকৃতি : সেলিব্রিটিদের চোখ দুটো সব সময় নিখুঁত দেখায়। এর কারণ তারা চোখের জন্যে বিশেষ মেকআপের ব্যবস্থা করেন। আসমিন জানান, চোখের চারদিক একটা গাঢ় রংয়ের আবেশ ছড়িয়ে দিতে হয়। চোখের পাশ থেকে ওপর ও নিচের দিকে প্রায় ৬৫ শতাংশ মেকআপ করতে হয়। ভেতরের অংশে সাদা বা হালকা রংয়ের আইলাইনার ব্যবহার করা উচিত। এতে চোখ দুটো বড় আকারের দেখা যাবে।
২. চোখে পাঁপড়ি : একেক নারীর চোখের গড়ন একেক ধরনের। আলমন্ড শেপ, গোলাকার, সরু ধাঁচেরসহ বিভিন্ন গড়নের চোখের জন্যে প্রয়োজনে কৃত্রিম পাঁপড়ি ব্যবহার করতে হয়। কৃত্রিম পাঁপড়ির পুরো একটা সেট কোনো পার্থক্য তুলে ধরবে না।
৩. চিবুকে সরুভাব আনুন : কন্টোরিং বা স্লিম কাটের মাধ্যমে চেহারায় জাদু দেখাতে পারেন। সরু আকৃতির নাক বা নিখুঁত গালের মাধ্যমে দারুণ চেহারা করে নিতে পারেন। চেহারায় স্লিম ভাব আনতে ট্রিপল লেয়ার ব্লাশ-অন ব্যবহার করুন। ঠোঁটে পুরিপুষ্ট ভাব আনুন। গালের কেন্দ্র থেকে ভ্রুর ওপরের অংশ পর্যন্ত গাঢ় টোন ব্যবহার করুন। একে বলা হয় কন্টোরিং টোন। গালে ব্লাশ-অন করুন। এতে গোলাপি, পিচ বা রুবি ব্যবহার করতে পারেন। গালের বিশেষ অংশ থেকে ওপরমুখী করে গাঢ় শেডের ফাউন্ডেশনও ব্যবহার করতে পারেন। অন্যান্য অংশে হালকা ফাউন্ডেশন ব্যবহার করুন।
৪. নিখুঁত ঠোঁটের জন্যে : ঠোঁটে কাছাকাছি ফাউন্ডেশন লাগিয়ে নিন। অতিরিক্ত হলে টিস্যু দিয়ে মুছে ফেলুন। লিপ লাইনার দিয়ে ঠোঁটের নিখুঁত আকার দিন। লাইনের মাঝে লিপস্টিক ব্যবহার করুন। তবে এক রংয়ের লিপস্টিক না ব্যবহার করে একাধিক টেক্সচার ও শেড ব্যবহার করুন।
৫. তারকাদের নাক পেতে : সাধারণত কৌণিক নাকের গড়নকে সেলিব্রিটি নোজ বলা হয়। নোজ বল অংশগুলোর স্পষ্ট গড়ন এ ভাব আনে। নাকের উঁচু অংশকে আরো স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এর জন্যে নাকের দুই পাশে গাঢ় ফাউন্ডেশন ব্যবহার করুন। আঙুল দিয়ে এই ফাউন্ডেশন হালকাভাবে ঘষে দিন। এতে নিখুঁতভাবে লেগে যাবে। তবে সোজাসুজি রেখা বরাবর ঘষবেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া