খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: মুখ কিংবা হাতের যত্নে আমরা যতোটা সচেতন পায়ের দিকটা তেমন নই। অথচ সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি ও ধূলাবালি আমাদের এই অঙ্গের ক্ষতি করে থাকে। আর সচেতন না হওয়ার কারণে অনেক সময় ছোপ ছোপ কালো দাগ দেখা যায়। তবে আপনি চাইলে ঘরে বসেই পায়ের এই দাগ থেকে মুক্তি পেতে পারেন। চলুন দেখে নেয়া যাক পায়ের ছোপ ছোপ কালো দাগ দূর করার কিছু উপায়।
* লেবু প্রাকৃতিক ব্লিচ এটি মোটামুটি সবাই জানেন। আর এটি পায়ের রোদে পোড়া কালো ছোপ ছোপ দাগ দূর করতে দারুণ কার্যকর। দাগের উপর লেবুর রস দিয়ে ঘষে ঠান্ডা পানি দিয়ে পা পরিষ্কার করে ফেলুন।
* অল্প গরম পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রেখে লেবু আর চিনি মিশিয়ে পাঁচ মিনিট পায়ের ত্বকে আস্তে আস্তে ঘষুন। এরপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* টমেটোর রস, বেসন, শসার রস এবং লেবুর রস একসাথে মিশিয়ে পায়ে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ থেকে ২ বার এই প্যাকটি ব্যবহার করুন।
* এক চা চামচ লেবুর রস ও মধু একত্রে মিশিয়ে ছোপ ছোপ কালো দাগের উপর প্রতিদিন ১০ মিনিট ম্যাসাজ করুন। নিয়মিত করলে কিছুদিনের ভিতরে পায়ের কালো দাগ দূর হবে।
* অলিভ অয়েল এবং চিনির মিশ্রণ পায়ে ম্যাসাজ করুন। সপ্তাহে একবার করলেই ভাল ফল পাবেন।