Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: ছুটি পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হন মাশরাফি বিন মুর্তজা। গত বছরের শেষ দিকে অল্প কয়েকদিনের ছুটি পেয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে। এবার গেলেন ভারতে।
বাংলাদেশের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুধু স্ত্রী এবং দুই সন্তানই নয়, মাশরাফির সঙ্গী তাঁর বাবা-মা, ছোট ভাই, খুব কাছের এক বন্ধু এবং বাসার গৃহকর্মী। সকালে জেট এয়ারওয়েজের ফ্লাইটে প্রথমে দিল্লি যাচ্ছেন মাশরাফি। সেখান থেকে নয়নাভিরাম কাশ্মীর যাওয়ার কথা রয়েছে টাইগার দলপতির।
আগামী ১৫ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে মাশরাফির। দেশে ফিরে ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পরবেন মাশরাফি। ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ।