Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ফিটনেস পুরোপুরি ফিট নয় বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
বাংলাদেশের একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানয়েছেন।
তিনি বলেন, কিছুদিন আগেই পাজরের ইনজুরি থেকে সেরে উঠেছেন এই বাঁহাতি পেসার। খেলেছিলেন টানা তিন ম্যাচ। কিন্তু তারপরও কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে।
বিসিবি ফিজিও মনে করেন, মুস্তাফিজের সম্পূর্ণ ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে।
তিনি বলেন,‘সে কয়েকদিনের মধ্যে সবকিছু করতে পারবে, তবে আর মাত্র কয়েকদিন সময় লাগবে।
সতর্কতার সঙ্গে দেখভাল করতে হবে।’
তাই স্বভাবতই মুস্তাফিজকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বিসিবি কর্মকর্তারা।
এ নিয়ে বায়েজিদ বলেন, ‘যখন আমাদের খেলোয়াড়রা বিদেশি লিগে খেলতে যায়, তখন স্বভাবতই এই কাজগুলো আমাদের করতে হয়।
কিন্তু মুস্তাফিজের বেলায় আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি। কারণ মাত্র কদিন আগেই সে গুরুত্বর দুটি ইনজুরি থেকে ফিরেছে।’
তিনি আরও বলেন,‘হায়দ্রাবাদের ফিজিও কাপাকউলাকিসের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি কথা দিয়েছেন মুস্তাফিজকে সতর্কতার সঙ্গে দেখে রাখবেন।’
উল্লেখ্য, আইপিএল মাঠে গড়াবে ৯ এপ্রিল। এদিকে ১২ তারিখ বাঙ্গালুরুর বিপক্ষে খেলবে মুস্তাফিজদের হায়দ্রাবাদ।