Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: ভারতের কলকাতায় ৮৫টি বিমান প্রায় ১০ মিনিটের জন্য রাডার থেকে হারিয়ে গিয়েছিল। এতে শত শত যাত্রীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। খবর এনডিটিভির।
এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। এদিন সকাল সাড়ে ৭টার কিছুটা পরই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) স্ক্রিনে শূন্য দেখা যায়। মূলত এটিসিতে বিমানের অবস্থান দেখানো হয়ে থাকে।
কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গেছে, ওই সময় বিমানের অবস্থান নির্ধারণী যন্ত্রপাতি অচল হয়ে পড়ে। কন্ট্রোলার তখন ভেরি হাই ফ্রিকোয়েন্সি বা ভিএইচপি লিংকের মাধ্যমে যোগাযোগ করে বিমানগুলোর অবস্থান জানার চেষ্টা করলে দেখতে পান, এই ব্যবস্থাও কাজ করছে না।
সূত্র আরো জানায়, কলকাতা বিমানবন্দরে নেটওয়ার্ক সুবিধা প্রদান করে থাকে ভারতের রাষ্ট্রায়ত্ত বিএসএনএল। এর মাধ্যমেই বিমানের অবস্থান জানতে হাই ফ্রিকোয়েন্সি লিংকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয় এবং পাইলটদের অন্য বিমানের সঙ্গে দূরত্ব সম্পর্কে সতর্ক করা হয়। এ সময় বিএসএনএল ব্যর্থ হয়।
পরে এটিসি কর্মকর্তারা বারানসি, পাটনা ও গয়ায় যোগাযোগ করে বিমানের গতিবিধি সম্পর্কে সতর্ক করার দায়িত্ব তাদের কাছে দেয়। এ ঘটনার ১০ মিনিট পর এটিসি আবার কার্যকর হলে বিমানগুলোর অবস্থান নিশ্চিত করা হয়। এ ঘটনার পর সরকার কীভাবে বিমানগুলো রাডার থেকে হারিয়ে গিয়েছিল, তা তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে।