Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : বাঁশখালীর গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলে শনিবার সন্ধ্যার মধ্যে ঘোষণা না এলে রোববার সকালে কাফনের কাপড় গায়ে নিয়ে উপজেলা প্রশাসন ঘেরাও করবে ‘ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী’।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পশ্চিম গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শোক সমাবেশে এ ঘোষণা দেন ‘ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী’র আহ্বায়ক লিয়াকত আলী।
এর আগে শুক্রবার বিকাল ৪টায় গণ্ডামারার মুজিবের টিলা এলাকায় স্কুলের মাঠে ওই সমাবেশ শুরু হয়।
৪ এপ্রিল গণ্ডামারায় বিদ্যুৎ কেন্দ্র বিরোধীদের সাথে পক্ষের লোকজন ও পুলিশের সংঘর্ষে চার জন নিহত হওয়ার ঘটনায় এ শোক সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশের প্রধান বক্তা লিয়াকত আলী বলেন, “বেনিয়া কোম্পানি এস আলমের বিদ্যুৎ কেন্দ্র বন্ধে সরকারকে চারদিনের (শুক্রবার পর্যন্ত) সময় দিয়েছিলাম।
“আজ আর কোনো কর্মসূচি দিচ্ছি না। একদিন বাড়িয়ে আগামীকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম।”
লিয়াকত আলী বলেন, শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে ঘোষণা না এলে রোববার সকাল ৮টায় উপজেলা অভিমুখে কাফন মিছিল শুরু হবে। মিছিল গিয়ে উপজেলা প্রশাসন ঘেরাও করবে।
“সমাবেশে এ ঘোষণা দেয়ার পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আলোচনার সময় চায়। আমি বলেছি, শনিবার সন্ধ্যায় বলতে পারব কি হবে।”
বাঁশখালীর গণ্ডামারায় সাগরের কাছে লবণ চাষের এই স্থানেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার কথা এস আলম গ্রুপের বাঁশখালীর গণ্ডামারায় সাগরের কাছে লবণ চাষের এই স্থানেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার কথা এস আলম গ্রুপের সমাবেশে লিয়াকত প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, সর্বাত্মক সামাজিক আন্দোলন। বল এখনও মিডফিল্ডে আছে। বল যে কেউ নিয়ে নিতে পারে।
“এই বল যদি কোনো সরকার বিরোধী পক্ষ নিয়ে সরকারের জালে গোল ঢুকিয়ে দেয়, তাহলে পরিস্থিতি কি হবে ভেবে দেখুন।”
স্থানীয়দের উদ্দেশে লিয়াকত বলেন, “গণ্ডামারায় যত লাইসেন্স করা অস্ত্র আছে, সেই অস্ত্র যদি ওইদিনের জনসভায় নিয়ে আসত. . . , গণ্ডামারায় মানুষ শান্তিপ্রিয়। অনেক হয়েছে আর নয়, এবার হবে প্রতিরোধ।
শুক্রবারের সমাবেশে সভাপতিত্ব করেন সোমবারের সংঘর্ষের ঘটনায় নিহত মরতুজা আলী ও আনোয়ার ইসলামের ভাই বদি আহমদ।
এতে জাতীয় পার্টির নেতা চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম বলেন, “এ আন্দোলনের চালানোর জন্য একটি শক্তিশালী কমিটি প্রয়োজন। আমরা আপনাদের সাথে আছি, থাকব।
শোক সমাবেশ উপলক্ষে গণ্ডামারায় সকাল থেকে মাইকিং করা হয়। সকাল ১০টা থেকেই সমাবেশস্থলের আশেপাশে স্থানীয়রা অবস্থান নেয়। সমাবেশে নারী উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সমবেতরা এস আলম গ্রুপ ও এনএসএন কনসোর্টিয়ামের চেয়ারম্যান নাছির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।