Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদা যোদ্ধারা শনিবার গাড়ি বহরে হামলা চালিয়ে অন্তত ২০ ইয়েমেনি সৈন্যকে হত্যা করেছে।
একটি সামরিক সূত্র এ খবর জানায়।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্র জানায়, ‘আল-কায়েদার সশস্ত্র যোদ্ধারা আবিয়ান প্রদেশে তরুণ ইয়েমেনি সৈন্যবাহী তিনটি বেসামরিক যানবাহনে অতর্কিতে হামলা চালিয়ে অন্তত ২০ জন সৈন্যকে হত্যা করেছে।’
সূত্র এএফপিকে জানায়, জিহাদিরা আহওয়ার শহরে সকাল বেলা সৈন্যদের গাড়ি থেমে নেমে যেতে আদেশ করে এবং গুলি করে হত্যা করে।
এসব সৈন্য ছিল সেনাবাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এদের মোতায়েন করা হচ্ছিল।
ইয়েমেনে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইরান-সমর্থিত শিয়া মতাবলম্বী হুতি বিদ্রোহী ও তাদের মিত্ররা সরকারকে রাজধানী সানা এবং দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার বাইরে বিতাড়িত করে তখন থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে।
সৌদি নেতৃত্বাধীন জোট গত জুলাই মাসে না তাড়ানো পর্যন্ত হুতিরা বেশ কয়েক মাস ধরে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রধান নগরী অ্যাডেন নিয়ন্ত্রণ করে।
দেশে চলমান বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ দক্ষিণ ইয়েমেনে তাদের অবস্থান জোরদার করে।
প্রেসিডেন্ট আব্দেরব্বো মনসুর হাদির অনুগত সৈন্যরা দীর্ঘদিন তাদের উপেক্ষা করলেও গত কয়েক সপ্তাহ থেকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।