Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪, রবিবার, ১০ এপ্রিল ২০১৬: ২০১২ সালে চ্যাম্পিয়ন। অথচ পরের আসরটাই কলকাতা নাইট রাইডার্স শেষ করে সাত নম্বরে! ২০১৪ সালে শিরোপা জিতে গত আসরে আবারও তারা পাঁচে। তাহলে ২০১৬ সালে কি তৃতীয়বার শিরোপা জিততে যাচ্ছেন সাকিব আল হাসানরা? সেই অভিযানের শুরুটা আজ থেকে। ইডেনে সাকিবদের প্রথম ম্যাচ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। গত পরশুর সংবাদ সম্মেলনে সেই ম্যাচ নিয়ে সাকিবের প্রত্যাশা, ‘জয় দিয়ে শুরু করতে চাই। নতুন কয়েকজন আসার পর আরো শক্তিশালী হয়েছি আমরা। কোচের নতুন ভূমিকায় জ্যাক ক্যালিসকে পাওয়াটাও সৌভাগ্যের। ক্যালিসের যা অভিজ্ঞতা বিশ্বের আর কোনো কোচের সেটা নেই। আইপিএলের ঠিক আগে সুনীল নারিনের বোলিং ছাড়পত্র পাওয়াটাও আমাদের জন্য সুখবর।’ বাবার মৃত্যুর জন্য দেশে ফিরে যাওয়ায় আজ অবশ্য নারিনকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। তবে বিশ্বকাপজয়ী দলের আন্দ্রে রাসেল, জেসন হোল্ডারদের সঙ্গে অধিনায়ক গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান, মনিশ পাণ্ডেরা থাকায় উজ্জীবিত নাইটরা। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত আর ২০১৪ ফুটবল বিশ্বকাপ জেতা জার্মানির মনোবিদ মাইক হর্নও থাকছেন যথারীতি। আজ ইডেনে দিল্লির মুখোমুখি হওয়ার আগে এই দুঃসাহসিক অভিযাত্রী সাকিবদের উদ্বুদ্ধ করছেন এভাবে, ‘কদিন আগে কানাডার রকি পর্বত অভিযানে গিয়েছিলাম। সেই গল্পই শোনাচ্ছি ক্রিকেটারদের, ওদের মন থেকে হার শব্দটা মুছে ফেলতে চাই আমি।’ এই হার আবার গলার ‘হার’ হয়ে আছে দিল্লির। গত আসরে তারা ছিল সাত নম্বরে। এর আগের দুটি আসরে পায়নি ১০ পয়েন্টও। তাদের বদলে দিতেই কোচের দায়িত্বটা নিয়েছেন রাহুল দ্রাবিড়। নিলামে অখ্যাত পবন নেগি, ক্রিস মরিস আর কার্লোস ব্রাথওয়েটকে তারা কিনেছে আকাশছোঁয়া দামে। ব্রাথওয়েট অবশ্য বিশ্ব টি-টোয়েন্টির ফাইনালে শেষ ওভারে টানা চার ছক্কা মেরে ঢুকে পড়েছেন ইতিহাসে। সেই ইডেনে আজ আবারও নামছেন এই ক্যারিবিয়ান। ফাইনালের মতো দিল্লির হয়ে অভিষেকটাও স্মরণীয় করে রাখবেন কি? পিটিআই