খোলা বাজার২৪, রবিবার, ১০ এপ্রিল ২০১৬: চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে ৫৫টিতে বিএনপির প্রার্থী নেই। আর ছয়টিতে একক প্রার্থী হিসেবে জয়ের পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে আজ রোববার এ তথ্য জানা গেছে।
সব মিলিয়ে এই দফার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৭২৫ জন। এর মধ্যে আওয়ামী লীগের ৭২৭, বিএনপির ৬৭২, জাতীয় পার্টির ১৭৮ ও স্বতন্ত্র ১ হাজার ৯১২ জন প্রার্থী।
এই নির্বাচনে ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ এপ্রিল।