Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: মহাবিশ্বে পৃথিবীর বাইরে কি প্রাণের অস্তিত্ব আছে। মানুষের এ চিরন্তন কৌতূহল নিরসনের চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা। আর তাঁদের কাজে সহায়তা করতে মহাবিশ্বে চক্কর কেটে চলেছিল কৃত্রিম মহাকাশযান কবঢ়ষবৎ ৪৫২ন। কিন্তু ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে খুঁজতে এখন বিপর্যয়ের মুখে মহাকাশযানটি। জ্বালানি সংকটে এমার্জেন্সি মোডে চলে গেছে সেটি।
২০০৯ সালে নাসা এই মহাকাশযানটিকে বিশেষ এক কাজ দিয়ে মহাকাশে পাঠায়। ছায়াপথগুলির মধ্যে কোথাও কোনো গ্রহে প্রাণের সম্ভাবনা থাকতে পারে কি না, সেই দুরূহ সন্ধানের কাজটিই করে এটি। গত জুলাই মাসে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব সম্পর্কে খোঁজ দিয়েছিল কেপলার।
নাসার বিজ্ঞানীরা সে খবর সানন্দে ঘোষণা করেছিলেন। প্রাণের সন্ধান এখনও জারি রেখেছিল মহাকাশযানটি। তবে আর কতদিন রাখতে পারবে তা নিয়ে সন্দিহান বিজ্ঞানীরা। পৃথিবী থেকে বহুদূরে সেটি এখন এমার্জেন্সি মোডে চলে গেছে। জ্বালানি সংকট চরমে পৌঁছালে এই অবস্থা হয় মহাকাশযানের। আলোর গতিবেগেও যদি সিগন্যাল যাওযা আসা করে, তাহলেও কেপলারের কাছে বার্তা পাঠাতে ও প্রতিবার্তা পেতে সময় লাগছে প্রায় ১৩ মিনিট।
সে সিগন্যালও এই মুহূর্তে ঠিকঠাক কাজ করছে না। এতটা দূরত্বে অবস্থিত মহাকাশযানটির এ পরিস্থিতি কীভাবে সামলানো যাবে তাই নিয়েই এখন ব্যস্ত বিজ্ঞানীরা। ২০১২ সালে একবার বিপদে পড়েছিল কেপলার। ভারসাম্য রক্ষার্থে যে চারটি চাকা আছে, তার একটি নষ্ট হয়ে গিয়েছিল। তবে সে যাত্রা কেপলারকে বাঁচাতে পেরেছিলেন বিজ্ঞানীরা। কেপলারের এবারের বিপর্যয়ও সামলে নেওয়া যাবে এমনটাই আশা রাখছেন তাঁরা।