খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: চলতি বছরেই গাঁটছড়া বাঁধবেন যুবরাজ সিংহ। পাত্রী অভিনেত্রী হ্যাজেল কিচ। কিন্তু বিয়ের আগেই ঝামেলায় জড়ালেন এই জুটি। কেন জানেন? আসলে হনিমুন ডেস্টিনেশন নিয়ে নাকি মতবিরোধ শুরু হয়েছে হবু কাপলের। হাওয়াই দ্বীপে হনিমুনে যেতে চান হ্যাজেল। কিন্তু যুবরাজের পছন্দ মালদ্বীপ অথবা বোরা বোরা।
গত বছর এনগেজমেন্টের সময় থেকেই নাকি হনিমুন প্ল্যান শুরু হয়েছে। কিন্তু তা নিয়ে বিরোধ এখনো মেটেনি। তবে যুবরাজের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, শেষ পর্যন্ত হয়তো ‘লেডি লাভ’-এর কথাই রাখবেন যুবরাজ।