খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: প্রথমবার বাবা হচ্ছেন হরভজন সিং। খবরটা ছড়িয়ে পড়েছে। গত বছরের অক্টোবরে অভিনেত্রী গিতা বাসরাকে বিয়ে করেছেন ভারতের এই স্পিনার। দুদিন আগে আইপিএলের নবম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে গিতাকে নিয়ে উপস্থিত ছিলেন ভাজ্জি। সেই থেকে গুঞ্জনের শুরু। ঢোলাঢালা পোষাকের সাথে স্নিকার্স পায়ে ছিল গিতার।
ওখান থেকে যে গুঞ্জনের শুরু তা নিশ্চিত হতে টাইমস অব ইন্ডিয়া যোগাযোগ করে হরভজন-গিতা জুটির কাছের বন্ধুর সাথে। তার কাছ থেকেই নিশ্চিত হওয়া গেছে খবরটি। তবে বিস্তারিত খবর মেলেনি। আরো জানা গেছে শিগগিরই লন্ডনে চলে যাবেন গিতা। সেখানে তার বাবা-মা থাকেন।
আইপিএলের অনুষ্ঠানে আসলে কারো নজর এড়ায়নি গিতার স্ফিত পেট। কৌতুহলীরা এবার জবাবটা পেলেন। ৫ বছর প্রেম করার পর এই জুটি ২০১৫ এর অক্টোবরে মহা আড়ম্বরে বিয়ে করেন। ক্রিকেট ও বলিউডের বড় বড় তারকারা উপস্থিত ছিলেন তাদের বিয়েতে।