Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: সাকিব আল হাসান এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ খেলেননি। একাদশে ছিলেন না। আইপিএল অভিজ্ঞতা তার অনেক। তারপরও। তাহলে ২০ বছরের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানের কি আইপিএল অভিষেক হতে সময় লাগবে? বোঝা যাচ্ছে না। কাটার বিশেষজ্ঞ মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লিখিয়েছেন। মঙ্গলবার বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে লড়াই সানরাইজার্সের। দুই দলেরই প্রথম ম্যাচ। মুস্তাফিজ হতে পারেন এই ম্যাচের অন্যতম আকর্ষণ।
এই প্রথম দেশের বাইরের কোনো ঘরোয়া আসরে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স কিনেছিল তাকে। ইনজুরির কারণে খেলা হয়নি মুস্তাফিজের। বেঙ্গালুরু অবশ্য অচেনা জায়গা না এই পেসারের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ৩ ম্যাচের ২টি খেলেছেন এই স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষেও ২ উইকেট নিয়েছিলেন।
মুস্তাফিজদের দল এবার অনেক গোছানো। ভিভিএস লক্ষ্মণ এই দলের মেন্টর। ২০১৩ তে আইপিএল শুরুর পর এখনো খুব ভালো কিছু করা হয়নি দলটির। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে এবার দারুণ কিছু করতে চায়। মুস্তাফিজের সাথে পেস বোলিংয়ে আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, ট্রেন্ট বোল্টরা আছেন। স্পিনে কার্ন শর্মা, ডিপক হুডা সহ আরো পার্টটাইমার রাখা হয়েছে। যুবরাজ সিং কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না ইনজুরির কারণে। ব্যাটিংয়ে শিখর ধাওয়ান, এউইন মরগ্যান, কেন উইলিয়ামসনরা দারুণ।
তবে আরসিবির এবারের মিশনটা ভিন্ন। চেয়ারম্যান বিজয় মালিয়া বিতর্ক পেছনে ফেলে বিরাট কোহলির নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চায় তারা। কখনো না জেতা আইপিএল শিরোপা জিততে চায়। টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড় শেন ওয়াটসন এখানে। টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলও আছেন। আছেন বিপজ্জনক এবি ডি ভিলিয়ার্সও। যে কোনো বোলিংকে ছিন্ন ভিন্ন করে দেয়ার মতো ব্যাটিং লাইন আপ। মিচেল স্টার্ক ইনজুরিতে। অ্যাডাম মিলনে, কেন রিচার্ডসন, হার্শাল প্যাটেল, বরুন অ্যারনরা পেস বোলিংয়ে হাল ধরবেন।