খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: তীব্র গরমে যখন পুড়ছে চারপাশ তখন হঠাৎ কুয়াশার দেখা মিলেছে দিনাজপুরে। চৈত্রের এই তাপদাহের মাঝে সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে এই অঞ্চল। সকালে ঘুম থেকে উঠে চারপাশের পরিবেশ দেখে হতবাগ হয়ে যায় দিনাজপুরবাসী। ভোরে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা আরও ঘন হয়ে উঠে। ফলে যানবাহন চলাচল করতে দেখা যায় হেড লাইট জ্বালিয়ে। প্রায় এক সপ্তাহ ধরে দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
কয়েকদিন যাবত দিনাজপুরে প্রচন্ড তাপদাহের কারণে জনসাধরণের চলাফেরা কিছুটা কমে গিয়েছিল। রাতের তাপমাত্রা ২০ থেকে ২৩ ডিগ্রিতে নেমে আসত। এই অবস্থার মধ্যে আজ (সোমবার) হঠাৎ করেই প্রকৃতি কুয়াশার চাদরে ঢেকে আছে। ৭ টার দিকে কুয়াশা এমনভাবে পড়েছিল ১০ ফিট দূরেও কিছু দেখা যাচ্ছিল না।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায় সাগরে নি¤œচাপের ফলে সৃষ্ট জলীয় বাষ্পের প্রভাবে কুয়াশা চাপ দিনাজপুর অঞ্চলে বিরাজ করছে। দিনাজপুরের কাছে হিমালয় পাহাড়ের অবস্থান। এই কারণে হয়তো এই অঞ্চলে কুয়াশার চাপ বেশি হতে পারে। এখানে লক্ষনীয় বিষয় হল শিশির বিন্দুর ন্যায় জলকণা পড়েছে এবং সেগুলো মানুষের মাথার চুলের মধ্যে জমাট বাঁধতে দেখা গেছে।
বেলা বাড়ার সাথে এই কুয়াশা মিলিয়ে যাবে, সেইসাথে সূর্যের তাপ বেড়ে যাবে। সকালের এই তাপমাত্রা দিনাজপুর অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে। আশা করা যায় এই অবস্থা বেশি দিন থাকবে না।