খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তথ্য গোপনীয়তার ক্ষেত্রে মোবাইলফোন অপারেটরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহউজ্জামান ও ব্যারিস্টার অনীক আর হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মো. মোক্তাদির রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।