খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক লাখ সৌদি রিয়ালসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে আনিস (৪৮) নামের সিঙ্গাপুরগামী ওই যাত্রীর হ্যান্ডব্যগ থেকে ওই অর্থ জব্দ করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল হক। তিনি জানান, আনিস মুন্সিগঞ্জের নুরুল হাসানের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিজে-০৭৮৯০৩২। গত ৩ মাসে আনিস ১৫ বার সিঙ্গাপুর যাতায়াত করেছেন। মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ড. মইনুল খান।